নওগাঁয় ৪০ বস্তা সরকারি চাল উদ্ধার, দোকান সিলগালা
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০
নওগাঁর সদর উপজেলাধীন মাদার মোল্লার হাট থেকে ৫০ কেজি ওজনের ৪০ বস্তা সরকারি ভিজিএফের চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা ইমাম উদ্দিনের নেতৃত্বে একটি মুদি দোকানে বিশেষ অভিযানে এসব চাল উদ্ধার করা হয়। একই অভিযানে ওই দোকানটি সিলগালা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদরের ইউএনও মির্জা ইমাম উদ্দিন দৈনিক অধিকারকে জানান, গোপন সংবাদে সন্ধ্যায় মাদার মোল্লারহাটে সদর উপজেলার ইলশাবাড়ী গ্রামের মৃত সাবদুল হকের ছেলে ও মুদির দোকানি খলিলুর রহমানের দোকানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় পুলিশ ও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে দোকানি খলিলুর রহমান কৌশলে পালিয়ে গেলেও তার দোকানে ভিজিএফের সরকারি ১০ টাকা কেজির ৪০ বস্তা চাল উদ্ধার উদ্ধার করা হয়। পরে দোকানটি সিলগালা করা হয়েছে।