কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার
প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে মানিক (৪৫) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমাবার দুপর দুইটার দিকে মহিপুর থানা পুলিশ আল্লাহর দান নামের হোটেলের ২০৪ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে। হোটেলের রেজিষ্টার খাতা অনুযায়ী মানিক চট্রগ্রামের বাঁশখালী থানার সনুয়া গ্রামের আবুল হোসেনের পুত্র বলে জানা গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতে মানিক ওই হোটেলের কক্ষ ভাড়া নিয়ে রাত্রী যাপন করেন। সোমবার দুপুর পর্যন্ত মানিক কক্ষ থেকে বের না হলে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হোটেলে কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করেন। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হবে বলে তিনি জানিয়েছেন।