হরিণাকুন্ডতে বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতের নগদ অর্থ জরিমানা

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু কসাইখানা মোড় , কুলবাড়ীয়া বাজার ও হাট, উপজেলা মোড় সহ বিভিন্ন স্থানে বিভিন্ন অপরাধে জরিমানা করলেন ইউএনও।

করোনা কালীণসময় কুলবাড়ীয়া বাজারে সেলুন মালিক ফিরোজ হোসেন সহ তিনজনকে মাস্ক পরিধান না করার দায়ে ৫শত টাকা, কসাই মোড়ে প্লাষ্টিক বোতলে জালানী পেট্রোল বিক্রয়ের অপরাধে পাঁচ হাজার ও অনুমতিপত্র ছাড়া বিপদজনক ভাবে গ্যাসভরা সিলিন্ডার বিক্রয়ের অপরাধে লতিফ ষ্টোরের মালিক সিদ্দিকুর রহমানকে তিন হাজার টাকা নগদ জরিমানা আদায় করলেন নির্বাহী ম্যাজিট্রেট ও ইউএনও সৈয়দা নাফিস সুলতানা।

এসময় তিনি প্লাষ্টিকের বোতল পুড়িয়ে ধ্বংস করেন। এছাড়াও তিনি পিয়াজের বাজার উর্ধগতি রোধে কুলবাড়ীয়া হাট মনিটরিং সহ কাচামাল ব্যবাসায়ীদের হুশিয়ার করেন। সেসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসারের কার্যালয়ের সার্টিফিকেট সহকারী কাউসার আলী এবং থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন ।

আপনার মতামত লিখুন :