পাকিস্তানের জন্য আমি প্রাণ দিতে পারি: মিয়া খলিফা (ভিডিও)

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর ২০২০

সম্প্রতি ভাইরাল হয়েছ মিয়া খলিফার একটি ভিডিও যেখানে তিনি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারেন বলে মন্তব্য করেছেন। একটি টিকটক একাউন্ট থেকে সেই ভিডিওটি প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে মিয়া খলিফা বলেন, পাকিস্তানের জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারি।

মিয়া খলিফাকে এক পাকিস্তানি ছাত্র জিজ্ঞেস করেছিলো, ‘আপনি কি পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারবেন?’ ভিডিওতে মিয়া খলিফা ওই ছাত্রকে উত্তর দেন, ‘পাকিস্তানের জন্য আমি প্রাণ দিতে পারি।

গত সপ্তাহে সৌদি আরবে একটি পাকিস্তানি স্কুলের অনুষ্ঠানে দেখা যায়, শিক্ষার্থীরা নিজের দেশকে কতটা ভালোবাসে, তা বিভিন্নভাবে বলছিলো। তখন স্টেজে উঠে এক ছাত্র বলে, সে পাকিস্তানের জন্য প্রাণ দিতে পারে। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওর ট্রেন্ডে যোগ দেন মিয়া খলিফাও।

সূত্র: ডেইলি টাইমস পাকিস্তান ও নিউজ এইটটিন।

@miakhalifa

Reply to @yeahihavecapitalletters @heyjennalee 🇵🇰 ♥️

♬ –

আপনার মতামত লিখুন :