যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নারীসহ নিহত ২
প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রোচেস্টারে একটি পার্টিতে গোলাগুলির ঘটনায় দু’জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ওই হামলার ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছে। খবর এএফপির।
নিউইয়র্ক পুলিশের ভারপ্রাপ্ত প্রধান মার্ক সিমন্স সাংবাদিকদের জানিয়েছেন, ওই এলাকায় গোলাগুলির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান পুলিশ সদস্যরা। সে সময় সেখানে বিশৃঙ্খল অবস্থা দেখতে পান তারা। প্রায় একশ জন এদিক-সেদিকে এলোমেলোভাবে দৌঁড়ে পালাচ্ছিলেন। তিনি বলেন, আমরা এখন পর্যন্ত ১৬ জনের হতাহতের বিষয়টি নিশ্চিত হয়েছি। এর মধ্যে দুঃখজন খবর হচ্ছে দু’জন নিহত হয়েছে এবং ১৪ জন আহত হয়েছে।
তিনি আরো বলেন, নিহতদের মধ্যে একজন নারী এবং একজন পুরুষ। এদের বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা সংকটজনক নয় বলে জানানো হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। মার্ক সিমন্স বলেন, আমাদের কমিউনিটির জন্য এ ধরনের দুর্ঘটনা মেনে নেওয়া কঠিন, দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক।