জায়েদ-মিশা এফডিসিতে নিষিদ্ধ হতে পারেন!
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর আর সাধারণ সম্পাদক সম্পাদক জায়েদ খানকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগে এর আগে বাংলাদেশের চলচ্চিত্রের ১৯টি সংগঠন বয়কটের ডাক দিয়েছিল। এবার এফডিসিতে এই দুইজনের প্রবেশ নিষিদ্ধ করতে ব্যবস্থা নিতে যাচ্ছে এই ১৯টিসংগঠন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেস্বর) ১৯ সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান, চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু। খসরু বলেন, ‘জায়েদ খান যেন এফডিসিতে ঢুকতে না পারেন সে জন্য এফডিসির এমডি বরাবর লিখিত আবেদন জানানো হবে। আজ সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অন্যায়কারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে।’
এই প্রযোজক নেতা আরও বলেন, ‘শিল্পী সমিতি থেকে বাদ পড়া ১৮৪ জন সদস্য জায়েদের ওপর নাখোশ। তারা অনেকদিন ধরে আন্দোলন করছে এ নিয়ে। তারা ক্ষেপে আছে। সদস্যপদ ফিরিয়ে না দিলে তারা যে কোনো সময়ে এফডিসিতে জায়েদের ওপর চড়াও হতে পারেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছি আমরা।
তিনি আরো বলেন, এফডিসি যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাই আমরা চাই না এখানে কোনো আপত্তিকর ঘটনা ঘটুক। নিরাপত্তার স্বার্থে জায়েদ খানকে যেন এফডিসিতে প্রবেশ করতে না দেওয়া হয় এ বিষয়ে এফডিসির এমডি বরাবর আমরা লিখিত আবেদন জানাবো। আশা করছি চলচ্চিত্র শিল্পের মঙ্গলের স্বার্থে এমডি মহোদয় আমাদের আবেদন মঞ্জুর করবেন।’