বাংলাদেশকে সমর্থন দিচ্ছেন পাকিস্তানিরা
প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০
যুবা বিশ্বকাপ শিরোপা লড়াইয়ে সেমিফাইনাল থেকেই বাদ পড়েছে পাকিস্তানি যুবারা। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হার মানতে পাকিস্তানকে। তবে নিজেরা বিদায় নিলেও বাংলাদেশকে দিয়ে সেই দুঃখ ভুলতে চায় ‘টিম অব গ্রিনরা। রোববার পচেফস্ট্রমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর ভারত। সে লড়াইয়ে বাংলাদেশের পক্ষে সমর্থন দিচ্ছে পাকিস্তান।
পাকিস্তান ক্রিকেট সমর্থকদের অফিসিয়াল ফেসবুক পেজ ‘ক্রিকেট পাকিস্তান’ বাংলাদেশের জয়ের ছবি আপলোড করেছে, যেখানে ফাইনালের আগে বাংলাদেশকে আগাম সমর্থন জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেট ভক্তরা। আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ যুব দল ইতিহাস গড়েছে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি)। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো নাম লিখিয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে।
ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আর তাই পাকিস্তানি সমর্থকরা মনে মনে ভারতের পরাজয় কামনা নয়, এবার সরাসরি বাংলাদেশকে সমর্থন করার কথা জানিয়ে দিয়েছেন। ‘ক্রিকেট পাকিস্তান’-এর পেজে আপলোড করা বাংলাদেশের জয়ের ছবির নিচে চার হাজারের ওপর লাইক পড়েছে। কমেন্টও পড়েছে অনেক। সেখানে বেশিরভাগ পাকিস্তানি সমর্থকই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন।