মাদারীপুরে সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২০

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পুলিশ সুপার মো. মাহবুব হাসান। বৃহস্পতিবার দুপুরে জেলার পুলিশ সুপারের কার্যালয়ের নতুন ভবনের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। এতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেয়। এ সময় পুলিশ সুপার মাহবুব হাসান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করেন।

পাশাপাশি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে, ইভটিজিংসহ নানা সমস্যা সমাধানে সাংবাদিদের সাথে একযোগে কাজ করতে চান। পরে সাংবাদিকদের নানা প্রশ্লের জবাব দেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, মাদারীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স,প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

 

আপনার মতামত লিখুন :