শৈলকুপায় মোবাইল কোর্টের হানা: চতুর্থ শ্রেনীর ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় মোবাইল কোর্টের অভিযানে চতুর্থ শ্রেনীর পডুয়া মেয়ের বাল্য বিবাহ বন্ধ এবং অর্থদন্ড প্রদান করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯ নং মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে।
মঙ্গলবার বিকেলে মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামের জীবন দাস তার চতুর্থ শ্রেনীতে পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করলে মোবাইল কোর্টের অভিযানে এ বাল্য বিয়ে বন্ধ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল।