গাজীপুর জেলা আরজেএফ’র নৌ-ভ্রমন অনুষ্ঠিত

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০

গাজীপুর প্রতিনিধি: রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র গাজীপুর জেলা শাখা আয়োজিত নৌ-ভ্রমন ও ফ্যামেলী ডে অনুষ্ঠিত হয়েছে গত ১৫ সেপ্টেম্বর। গাজীপুর কানাইয়া ঘাট থেকে লঞ্চ ছেড়ে জেলার বিভিন্ন অঞ্চল ভ্রমন করা হয়। এই নৌ ভ্রমনে উপস্থিত ছিলেন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, দপ্তর সম্পাদক মাহবুব আরা দুলু, প্রশিক্ষন বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন রুবেল। নৌ-ভ্রমনে গাজীপুর নবগঠিত জেলা আরজে্েফ’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা আরজেএফ’র সভাপতি মোঃ রুহুল আমিন সজিব। গাজীপুর জেলা আরজেএফ’র সাধারণ সম্পাদক মোঃ আবিদ হোসেন বুলবুলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, আরজেএফ’র মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক। সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, আরজেএফ’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, গাজীপুর জেলা আরজেএফ যে ঐতিহ্যবাহী নৌ-ভ্রমনের কর্মসূচি হাতে নিয়ে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান উপহার দিয়েছে এ কারণে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।

তিনি আরো বলেন, আরজেএফ প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূল সাংবাদিকদের প্রশিক্ষন, পেশাগত মানোন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে। নৌ-ভ্রমনে সারাদিনই দেশের বরেণ্য কণ্ঠশিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। নৌ-ভ্রমনে গাজীপুর জেলা আরজেএফ’র সকল পর্যায়ের সদস্য ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গাজীপুর আরজে্েফ’র পক্ষ থেকে আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ও তার সহধর্মী মাহবুব আরা দুলুকে ডিনার সেট উপহার দেয়া হয়।

 

আপনার মতামত লিখুন :