মহেশপুরে কৃষকের ১০ লাখ টাকার ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুবৃত্তরা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে এক কৃষকের ২ বিঘা জমির ড্রাগন ও পেয়ারা গাছ কেটে দিয়েছে দুবৃত্তরা। সোমবার গভীর রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ কৃষক হাসান আলী জানান, ৬ মাস আগে ২ বিঘা জমি লীজ নিয়ে ড্রাগন ফল ও পেয়ারার আবাদ করেছিলেন তিনি।

কিছুদিনের মধ্যেই ড্রাগন ফল ও পেয়ারা বিক্রি শুরু করতেন। গেল রাতে কে বা কারা তার জমির সমস্ত ড্রাগন ও পেয়ারা গাছ নষ্ট করে দিয়েছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষক অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আপনার মতামত লিখুন :