টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ২ বিচারপতির শ্রদ্ধা
প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২০
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিচারপতিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বিচারপতিগণ সমাধির পাশে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ গ্রহণ করেন এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর বিচারপতিগণ সমাধি সৌধ এলাকা ঘুরে ঘুরে দেখেন।
এ সময় বিচারপতিগণের পরিবারের সদস্য, সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার আখতারুজ্জামান ভূঁইয়া, গোপালগঞ্জ জেলা ও দায়ারা জজ অমিত কুমার দেসহ বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।