শার্শার বাগআঁচড়ায় শেখ মমিন উদ্দিনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২০
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার বাগআঁচড়ায় আকিজ গ্রæপের প্রতিষ্ঠাতা মরহুম আকিজ উদ্দিনের দ্বিতীয় পুত্র নওয়াপাড়া এসএএফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ৮৫ যশোর-১ শার্শার সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন এমপির মেজ ভাই মরহুম শেখ মমিনউদ্দিনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগআঁচড়া সাতমাইল মহিলা আলিম মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে বাগআঁচড়া ইউনিয়নের ৫শ ৩জন এতিম, ইমাম ও হাফেজিখানার শিশুদের নিয়ে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইলিয়াছ কবির বকুুল।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব হোসেন বিশ্বাস, যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, আওয়ামীলীগ নেতা আবু তালেব সরদার, ইউনুস আলী, আবু তালেব মেম্বর, আলমগীর কবির মেম্বর, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী আহম্মদ মেম্বর, সাধারণ সম্পাদক ইকবাল হাসান তুতুল, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব পল্টু, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অপু, বাগআঁচড়া কলেজ ছাত্রলীগের সভাপতি অহিদ হাসান সহ বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাগআঁচড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খাইরুল আলম।