বরিশালে সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশিত : ৮ সেপ্টেম্বর ২০২০
বরিশালে সড়ক সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাসদ। মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ী রোডের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী সংবাদ সম্মেলনে বলেন, বরিশাল নগরীর রাস্তা ঘাটের বেহাল দশা।
খালগুলো দখল হয়ে যাওয়ায় অল্প বৃষ্টি এবং জোয়ারের পানিতে জলাবদ্ধতা হয়। এ অবস্থায় সড়ক, খাল ও ড্রেন সংস্কার অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়া রিকশার লাইসেন্সের বকেয়া ফি মওকুফেরও দাবি জানান মনীষা।