অগ্নিকান্ডে দগ্ধ ফটো সাংবাদিক নাদিমের জানাযা অনুষ্ঠিত
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০
নারায়নগঞ্জ জেলার সদর উপজেলায় ফতুল্লার তল্লা এলাকায় মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ফটো সাংবাদিক নাদিম আহম্মেদের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৬ সেপ্টেম্বর) বাদ জোহর শহরের খানপুর মহসিন ক্লাব মাঠে জানাযা নামাজ শেষে মাসদাইর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
এ সময় জানাযা নামাজে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিমউদদীন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই,সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোঃ বাদল, নারায়নগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা রির্পোটার্স ইউনিটির সভাপতি শহীদুল্লাহ্ রাসেল, চ্যানেল টি-ওয়ানের জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন।
খবর নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক মোঃ জাহিদ হোসেন ও ফটো সাংবাদিক মশিউর রহমান, জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান কচি,নারায়ণগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালের সাংবাদিক, মহানগর বিএনপি সহ সভাপতি এড সাখাওয়াত হোসেন, মুক্ত গার্মেন্টস ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি মো.সাইফুল ইসলাম জুয়েল প্রধান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।