নারায়নগঞ্জে মসজিদে ঘটনায় গলাচিপায় মো. রাশাদ হাং দাফন সম্পন্ন
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: নারায়নগঞ্জের তল্লা এলাকার মসজিদে এসি বিস্ফোরনের ঘটনায় গলাচিপা পোষাক শ্রমিক মো. রাশাদ হাং (৩০) নামের এক যুবক মারা গেছে। তার লাশ ঢাকা থেকে রবিবার ভোর চারটায় পানপট্টি এলাকায় নিজ বাড়ীতে নিয়ে আসা হয়। লাশ পৌছার সাথে সাথে কান্নার রোল পড়ে যায় বাড়িতে। রবিবার সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জয়মানিক গ্রামের আ. খালেক হাওলাদারের চার পুত্রের মধ্যে ছোট ছেলে রাশাদ। তার স্ত্রী নাহিদা বেগম। বর্তমানে রাশাদের দুইটি পুত্র সন্তান রয়েছে। জীবিকার তাগিদে গত ৮ বছর ধরে নারায়নগঞ্জ বসবাস করে আসছে। গত বৃহস্পতিবার রাতে এশার নামাজের সময় নারায়নগঞ্জ তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরনের ঘটনায় অর্ধশতাধিক মুসল্লিরা পুড়ে হতাহত হয়।