মহেশপুরে সিমান্তে আটক ১

প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ মহেশপুর সিমান্তে ৫ সেপ্টেম্বর রাতে অত্র ব্যাটালিয়নের অধিনন্ত মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মকধ্বসপুর গ্রামের বটতলা দোকানের নিকট হতে সাগর মন্ডল (২২), পিতা-মৃত বাদল মন্ডল, গ্রাম-বন্দরখোলা, পোষ্ট-পাচচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির দেয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি মো: সাহদুল (৩০), পিতা-মো: আজিজুল, গ্রাম-সুন্দরপুর, পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ এবং মো: নবী (২৮), পিতা- মো: সামছুল, গ্রাম-মকধ্বসপুর পোষ্ট-জুলুলী, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমনে সহায়তা করার অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের এবং ধৃত আসামীর নিকট হতে উদ্ধারকৃত ভারতীয় ৩১৫০/- রুপিসহ ধৃত আসামীকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :