রাঙ্গাবালীতে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০
রাঙ্গাবালী,প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজাত(১৫) এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার রাত ৮ টার দিকে উপজেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরও দুইজন আহত হয়। নিহত সুজাত ছিল উপজেলার তিল্লা গ্রামের নুরু মিয়া ঢালির ছেলে ও ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
এছাড়াও আলমগীর হোসেন(৩৫) ও মো.খালিদ(৪২) নামের দুইজন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মো.আলী আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।