ভেদরগঞ্জে এসএসসি পরীক্ষা উপলক্ষে মাইক ও সাউন্ড সিষ্টেম বন্ধের অনুরোধ ইউএনওর

প্রকাশিত : ৮ ফেব্রুয়ারি ২০২০

মোঃ ওমর ফারুক, শরীয়তপুর জেলা প্রতিনিধি : গত ৩রা ফেব্রুয়ারি একযুগে শুরু হয় এস এস সি পরীক্ষা। চলমান এসএসসি ও দাখিল পরীক্ষা উপলক্ষে মাইক ও সাউন্ড সিষ্টেম না বাজানোর অনুরোধ জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা প্রশাসক (ইউএনও) তানভীর-আল-নাসীফ। এ বিষয়ে অনুরোধ জানিয়ে তিনি তার ফেসবুক ওয়ালে এক স্ট্যাটাস দেন।
নিচে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ০৩/০২/২০২০ খ্রিঃ তারিখ হতে এস এস সি, দাখিল ও এস এস সি (ভোকেশনাল) পরীক্ষা ২০২০ অনুষ্ঠিত হচ্ছে। এমতাবস্থায় আসন্ন এস এস সি, দাখিল ও এস এস সি (ভোকেশনাল) পরীক্ষা ২০২০ চলাকালীন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, মিলাদ মাহফিল, বিভিন্ন আলোচনা সভা অনুষ্ঠানে সন্ধ্যা ০৭:০০ ঘটিকায় পর থেকে কোন মাইক বা সাউন্ড না বাজানোর জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

এ বিষয়ে সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।অনুরোধক্রমে:
তানভীর-আল-নাসীফ
উপজেলা নির্বাহী অফিসার
ভেদরগঞ্জ, শরীয়তপুর।

উপজেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনসাধারণ ও এস এস সি পরীক্ষার্থীরা এবং তাদের অভিভাবক।

 

আপনার মতামত লিখুন :