শোকবার্তা: আবু ওসমান চৌধুরীর মৃত্যুতে কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র শোক
প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২০
মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল আবু ওসমান চৌধুরী মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)। গতকাল শনিবার দুপুরে এক শোকবার্তায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা: এম. এ. সামাদ বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন ৮ নম্বর সেক্টরের কমান্ডার কর্ণেল আবু ওসমান চৌধুরী রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মৃত্যুবরণ করেছেন।
মুক্তিযুদ্ধকালীন সময়ে তার নেতৃত্বে কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী অঞ্চলে মুক্তিবাহিনী পাকিস্তানী হানাদারদের পরাজিত করতে সমর্থ হয়। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সৃষ্টিতে তাঁর অসামান্য অবদান বাঙালি জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ডা: এম. এ. সামাদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)’র পক্ষ থেকে কর্ণেল আবু ওসমান চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।