মহেশপুরে ৫৮ বিজিবি’র নেতৃত্বে মাদক ও মটর সাইকেল উদ্ধার

প্রকাশিত : ৫ সেপ্টেম্বর ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)এর অথিনন্ত যাদবপুর বিওপির হাবিলদার আবদুর রহমান এর নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট টহলদল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক ০৪ কি:মি: বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা ব্রাক অফিস হতে ১০০ গজ দূরে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা কালীন সময়ে ২৫পিস ভারতীয় ইয়াবাসহ একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত মাদক ব্যাবসায়ী মো: মনোয়ার মন্ডল, পিতা-মো:রওশন মন্ডল, গ্রাম-দূর্গাপুর, ডাকঘর-সুখপোকিয়া, থানা-চৌগাছা,জেলা-যশোর বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পরবর্তীতে ইয়াবা ট্যাবলেট ও মোটর সাইকেলসহ বর্ণিত মাদক ব্যবসায়ীকে পালাতক আসামি হিসেবে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নম্বর ৫ তারিখ ৩ সেপ্টেম্বর ২০২০।

আপনার মতামত লিখুন :