সাতক্ষীরার প্রতাপনগরে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ
প্রকাশিত : ৩ সেপ্টেম্বর ২০২০
সাতক্ষীরার প্রতাপনগরে বানভাসিদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।গতকাল প্রতাপনগরের লস্করী খাজরা প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ করেন পুলিশ সুপার।
এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বানভাসিদের সাহস ও আর্থিক সহায়তা দিতে এখানে এসেছি। পুলিশের পক্ষ থেকে অসহায়দের মাঝে স্বচ্ছতার ভিত্তিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। এ সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনশ বন্যাদুর্গত মানুষের মাঝে পুলিশ সুপার ত্রাণ বিতরণ করেন।