শার্শার বাগআঁচড়ায় র্যাবের অভিযান ভারতীয় ওষুধ সহ গ্রেফতার-২
প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: শার্শার বাগআঁচড়া এলাকায় বুধবার সকালে যশোর র্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ২৭৫২০০পিস ভারতীয় পেরাকটিন সাইপরো হেপটেডিন ট্যাবলেট সহ মোঃ জাহিদুল আলী(৩১)ও আঃ আজিজ(৩৮)নামে দুই চোরাচালানীকে গ্রেফতার করেছে।
যশোর র্যাব ৬,সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন(এক্স)বিএন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি আভিযানিক দল যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়ানের টেংরা সাকিনস্থ মাকলা চৌরাস্তার উপর অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় ওষুধ সহ ১। মোঃ জাহিদুল আলী, পিতা মোঃ আনছার আলী, ২। মোঃ আব্দুল আজিজ, পিতা মৃত আবুল হোসেন, উভয় সাং-শিবনাথপুর, থানাঃ শার্শা, জেলাঃ যশোর তাদেরকে আটক করা হয়।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।