নওগাঁর আত্রাইয়ে বিএনপি’র৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচির অংশ হিসেবেনওগাঁর আত্রাইয়ে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় বিএনপি’র দলীয় কার্যালয় আত্রাই সাবরেজিষ্ট্রী অফিস সংলগ্ন চৌধুরী বয়লার মিল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃর্তিতে পুস্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি পালিত হয়।

সকালে দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন আত্রাই থানা বিএনপির আহবায়ক কমিটির আহবায়ক আব্দুল জলিল চকলেট। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপি’র আহবায়ক কমিটির ১নং যুগ্ন –আহবায়ক ফৌজদার শফিকুল ইসলাম বেলাল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল মান্নান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই থানা বিএনপির কমিটির সাবেক আহবায়ক শেখ রেজাউল ইসলাম, থানা বিএনপি,র কমিটির সাবেক ১নং যুগ্ন- আহবায়ক তছলিম উদ্দিন সাখিদার, বিএনপি নেতা বীর মুক্তি যোদ্ধা আব্দুল মান্নান, আব্দুল হাকিম, মোঃ ফারুখ বখত, প্রভাষক ছাইফুল ইসলাম, মহিলা নেত্রী রওশন আরা পারভীন শিলা, থানা বিএনপির যুব দলের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, মোঃ মোঃ আশরাফুল ইসলাম রিপন,আলা উদ্দিন আলা, মোঃ রফিকুল ইসলাম, পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম সরদার, আত্রাই থানা ছাত্র দলের আহবায়ক রায়হান কবির রতন সহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।

 

আপনার মতামত লিখুন :