সদর উপজেলায় গাছের চারা রোপণ ও বিতরন কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী অফিসার মিলনায়তনে কর্মসূচি পালিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সংসদ সদস্য শামীম ওসমান এমপির। পারিবারিক কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. আবুল কালাম আজাদ বিশ্বাস,ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল আলম সেন্টু,এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ লুৎফর রহমান স্বপন,বক্তাবলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, গোগনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দ।

বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা ও বিশেষ চাহিদা সম্পন্ন ৩ জন লোকের মধ্যে হুইল চেয়ার বিতরন করা হয়। সভাপতির বক্তব্যে নাহিদা বারিক বলেন, আমরা চারা গুলো ফেলে না রেখে যতেœর সাথে যদি রোপন করা হয় পরিবেশের জন্য উপকৃত হবে। এটিই হবে আমাদের সফলতা।

আপনার মতামত লিখুন :