মহেশপুরে এ্যাম্বুলেন্সে রোগীর পরিবর্তে বস্তা ভর্তি ফেন্সিডিল ও গাঁজাসহ আটক ৩
প্রকাশিত : ২ সেপ্টেম্বর ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় মহেশপুর থানার এস আই জলিল, এ এস আই সজল, এ এস আই রওশন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৩১ আগস্ট রাতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার যাদবপুর হইতে যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ উপজেলার পোস্ট অফিস মোড় থেকে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেন।আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, যশোর জেলার কোতোয়ালি থানার সুলতানপুর দরপাড়া গ্রামের শহিদুল খাঁর পুত্র ১/ইমরান হোসেন (২৭) মথুরাপুর গ্রামের মাহাবুর রহমানের পুত্র রুবেল হোসেন (২৫) রায়পাড়া (চাঁচড়া) গ্রামের কাউসার আলীর পুত্র মাজহারুল ইসলাম সাগর (২৫)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।