ওসি প্রদীপের স্ত্রীর বিদেশে যাওয়া ঠেকাতে সব ইমিগ্রেশনে চিঠি
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০
অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজারের টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আগামী ১৫ সেপ্টেম্বর আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে। তার স্ত্রী চুমকির বিদেশে যাওয়া ঠেকাতে দেশের সব ইমিগ্রেশনকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)। এর আগে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে ওসি প্রদীপকে দুদকের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
বিচারক প্রদীপের উপস্থিতিতে আগামী ১৪ সেপ্টেম্বর আবেদনের ওপর শুনানির দিন রেখেছেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক জানিয়েছেন। গত ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকের চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় প্রদীপ কুমার দাশ ও চুমকি কারণের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
এর মধ্যে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকা ওসি প্রদীপ ‘ঘুষ-দুর্নীতির’ মাধ্যমে অর্জন করেছেন বলে দুদকের অভিযোগ।আরো ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকা সম্পদের তথ্য বিবরণীতে গোপন করার অভিযোগও আনা হয়েছে চুমকির বিরুদ্ধে। প্রদীপ ‘ঘুষ-দুর্নীতির’ মাধ্যমে সম্পদ অর্জন করে স্ত্রীর নামে হস্তান্তর ও স্থানান্তর করেছেন বলেও দুদকের অনুসন্ধান প্রতিবেদন ও এজাহারে বলা হয়েছে।