শার্শার শিকারপুর সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ ভারতে নিয়ে গেছে বিএসএফ
প্রকাশিত : ৩১ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার শিকারপুরের ভারতীয় সীমান্তের তার কাটার কাছ থেকে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ ভারতে নিয়ে গেছে সীমান্তরক্ষী বিএসএফ সদস্যরা।
সোমবার(৩১ আগস্ট) দুপুরে শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবিদ্ধ যুবকের লাশটি নিয়ে যায়।
স্থানীয় কৃষকরা বলেন, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পায় ভারত সীমান্তের তার কাটা বেড়ার পাশে অচেনা এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। কিছুক্ষন পরে বিজিবি ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে ভারতীয় বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে ভারতে চলে যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)বদরুল আলম বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু লাশটি ভারত অংশে পড়ে থাকায় ভারতের বিএসএফ নিয়ে যায়। নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সেটা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।
ধান্যখোলা বিজিবি ক্যাম্পের সুবেদার শহীদ জানান, ভারতীয় বিএসএফ অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। ভারত সীমান্তের মধ্যে এঘটনা ঘটায় আমরা নিহতের সম্পর্কে কিছু জানতে পারেনি।