ইতিহাসের সেরা খেলোয়াড়কে বের করে দিচ্ছে বার্সেলোনা

প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০
ছবি : সংগৃহীত

বার্সেলোনার বর্তমান বোর্ডের সদস্য তিনি। তবে তার আগে তিনি বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার, নব্বইয়ের দশকে ইয়োহান ক্রুইফের ড্রিম টিমের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে মাঠের বাইরে যত যাই হোক, মাঠের ভেতরের খেলা ও খেলোয়াড়দের প্রতিই বেশি টান সাবেক ফুটবলার রিস্টো স্টইচকভের। ব্যতিক্রম নয় বার্সেলোনার ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির ক্ষেত্রেও। খবর বেরিয়েছে, ক্লাব ছেড়ে চলে যেতে চান মেসি। এর পেছনে রয়েছে বার্সেলোনার প্রেসিডেন্ট থেকে শুরু করে পরিচালকদের অনেক বড় দায়। যা মানছেন বোর্ডের সদস্য স্টইচকভও। এ কারণে রীতিমতো ধুয়ে দিয়েছেন বার্সা বোর্ডকে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমে ওলে’কে দেয়া সাক্ষাৎকারে মেসির ক্লাব ছাড়ার বিষয়ে স্টইচকভ বলেছেন, ‘আমরা এক কিংবদন্তিকে মুছে দিচ্ছি। আমরা বার্সেলোনার ইতিহাসের সেরা খেলোয়াড়কে পেছনে লাথি মেরে বের করে দিচ্ছি। আমরা তার নাম, তার ক্যারিশমায় কালিমা লেপন করছি। আমিও একজন সদস্য, তাই বলছি আমরা এ কাজটি করছি। বর্তমান বোর্ড প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যুর প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, ‘আমি জানি না, কেনো বার্সেলোনার হয়ে ইতিহাসগড়া খেলোয়াড়দের শেষটা এভাবে হয়। তারা মনে করে, আমরা তাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে এগুচ্ছি, প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছি। আমি জানি না তাদের আসলে কী হয়।

বোর্ডের ওপর জমাট ক্ষোভ উগরে দিয়ে স্টইচকভ আরও বলেন, ‘এই বোর্ড সব শেষ করে দিচ্ছে। আমি ক্লাবের হয়ে পরপর লিগ শিরোপা জিতেছি, ক্লাবের ইতিহাসের প্রথম ইউরোপিয়ান কাপটাও জিতেছি, আমি আসলেই জানিনা সমর্থকদের ভালোবাসার ঋণ কীভাবে শোধ করব। এই বোর্ড নিজেদের চেহারা দেখায় না। পোষা সাংবাদিকদের দিয়ে আগুনে ঘি ঢালে। ক্লাব হিসেবে এমন পরিস্থিতি দেখা লজ্জাজনক।

 

আপনার মতামত লিখুন :