হবিগঞ্জে রাতের আধারে পাহাড় কাটা, ভ্রাম্মমান আদালতে অভিযানে জরিমানা
প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০
ফরিদ আহমদ শিকদার (হবিগঞ্জ জেলা প্রতিনিধি ) হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে রাতের আধারে পাহাড় কাটা চলছে এমন সংবাদের ভিত্তিতে পাহাড় খেকোদের ধরতে গত রাত ১২ টা থেকে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, মোবাইল কোর্টে প্রসিকিউশন ও আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলাম সহ থানার পুলিশ।সূত্রে জানা যায়, সম্প্রতি উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগনার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুৎফুর রহমান এর সমিল এ মাটি ভরাট করার জন্য স্থানীয় একটি পাহাড় থেকে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কেটে উজার করছিল।
পাহাড়ী টিলা থেকে মাটি কাটার অপরাধে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে 4 জনকে আটক করা হয়।এর মধ্যে 3 জন ট্রাক চালকের সুমন(২২) পিতা আলম মিয়া, সাং ভবানীপুর, রিপন (২৩) পিতা নানু মিয়া সাং সম্ভপুর বাহুবল,নাঈম (২০) পিতা আ: বারিক সাং খাগাউড়া। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ,তিন মাস করে বিনাশ্রম কারাদন্ড এবং অপর একজনের(মোঃ আব্দুর রহমান, পিতা মোঃ লুৎফর রহমান, সাং বরগাঁও, নবীগঞ্জ) ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০০ টাকা (অনাদায়ে আরও দুই মাসের জেল) অর্থ দন্ড প্রদান করা হয়।জব্দকৃত একটি এক্সকেভিটর (লরি সহ) এবং ৩টি ট্রাক রাষ্ট্রীয় খাতে বাজেয়াপ্ত করা হয়।