পুরুষরা মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক: স্বস্তিকা মুখার্জি
প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০
আমি চলে যাওয়ার পর আমার কাজ মানুষ মনে রাখবে। কয়জনের সঙ্গে প্রেম করেছিলাম, তা মনে রাখবে না। আমি পাঁচটা প্রেম করলে তা নিয়ে বেশি চর্চা হয়, কারণ আমি লাইমলাইটে আছি। পাশের বাড়ির মেয়েটি পনেরোটা প্রেম করলেও কেউ কিছু বলবে না। ভারতের আনন্দবাজার পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।
সম্প্রতি নেটিজেনদের আক্রমণের শিকার হয়েছেন তিনি। এ বিষয়ে স্বস্তিকা মুখার্জি বলেন, অভিনেত্রী বা নারী নয়, যারা সমাজের গতানুগতিক ধারা মেনে চলছেন না তারাই আক্রমণের শিকার হচ্ছেন। যেমন: সমকামী, রূপান্তরকামীরা। ভেবেছিলাম লকডাউনে এগুলো কমবে। কিন্তু একেবারে উল্টোটা দেখছি। মানুষ বাজে কথা বললেই প্রতিবাদ করা ছাড়বেন না বলে পরিষ্কার জানিয়েছেন স্বস্তিকা।
তিনি বলেন, কেন উত্তর দেব না? সব সময় ছাড় দেব কেন? সারাজীবন সব ছেড়েই রাখব? কী হবে, বাজে কথা লিখবে লোকে লিখুক। কিন্তু একটা সচেতনতা তো তৈরি করা উচিত। মানুষ জানে না মেয়েরা অন্তর্বাস পরে? না পরলে লোকেরাই রাস্তায় তাকাবে। তাই অন্তর্বাস পরতে হয়! সমাজ বদলাক না, মানুষ মেয়েদের বুকের দিকে তাকানো বন্ধ করুক! তাহলে মেয়েদেরও আর অন্তর্বাস পরতে হবে না!
সূত্র : আনন্দবাজার