শৈলকুপায় শ্বশুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে জামায়ের নির্মম মৃত্যু

প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: জামাই এসেছেন বলে বাড়িতে সাজ সাজ রব। স্ত্রী ও শ্বাশুড়ি রান্নাবান্নায় ব্যাস্ত। ছোট ছোট শ্যালক ও শ্যালিকারাও আনন্দ ফুর্তিতে মশগুল। সন্ধ্যা ঘনিয়ে আসতে না আসতে আনন্দঘন পরিবেশে ছেদ পড়ে। রোববার বিকালে পুকুরে গোসলে নামে জামাই শাহ আলী (২২)। এরপর গভীর পুকুরে তার সলিল সমাধি ঘটে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে শ্বশুর বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে মারা যাওয়ার এই ঘটনাটি ঘটেছে।

শাহ আলী শৈলকুপা পৌর এলাকার আউশিয়া গ্রামের চাঁদ মিয়ার ছেলে। পারিবারিক সুত্রে জানা যায়, বিকালে ছোট শালিকাকে সাথে করে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে জামাই শাহ আলী। পুকুর অনেক বড় ও গভীরতা বেশী হওয়ায় শখ করে সাতার দিতে গিয়ে ডুবে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষনা করে। শৈলকুপা থানার ওসি)জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আপনার মতামত লিখুন :