চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলায় ৬ জন আহত
প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০
চট্টগ্রামে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে হামলায় ৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় বাঁশখালীর পৌর মেয়রসহ ২৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া তিনজনকে আটক করেছে পুলিশ।
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী শহীদ মৌলভী সৈয়দের বড় ভাই মুক্তিযোদ্ধা ডা. আলী আশরাফ গত ২৬ জুলাই মারা যান। তাকে গার্ড অব অনার না দেয়া নিয়ে চট্টগ্রাম ১৬ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের বিরোধ হয়।
এর প্রতিবাদে সোমবার (২৪ আগস্ট) সকালে নগরীর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধাদের ৫টি সংগঠন। এ সময় স্থানীয় সংসদ সদস্যের অনুসারী বাঁশখালীর পৌর মেয়র সেলিমুল হক চৌধুরীর নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি গ্রুপ মিছিল সহকারে লাঠিসোটা নিয়ে মুক্তিযোদ্ধাদের ওপর চড়াও হয়। এতে মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকসহ ছয় জন গুরুতর আহত হন।