২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

প্রকাশিত : ২২ আগস্ট ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ২১ আগষ্ট গ্রেনেড হামলাকারীদের বিচারের দাবিতে ঝিনাইদহে মৌন মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নগরবাথান বাজারে এ কর্মসূচি পালিত হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়নবাসীর পক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় যুবলীগ নেতা সিরাজুল করিম।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য টোকন হোসেন, আনোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশীদ বাদশা, কুমড়াবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মন্টু, যুগ্ন-আহবায়ক মেহেদী হাসান, যুবলীগ নেতা কুতুব উদ্দিনসহ এলাকার স্থানীয় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়।

বক্তারা ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচার দাবি করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

 

আপনার মতামত লিখুন :