বাগেরহাটে জোয়ারের পানি ও ভারিবর্ষনে ৫০গ্রাম প্লাবিত
প্রকাশিত : ২১ আগস্ট ২০২০
শেখ সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে নদীর পানি বেড়ে ও ভারিবর্ষনে অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরের অলিগলি ও রাস্তাঘাটে। বসতঘরে পানি প্রবেশ করায় দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন জেলার নদী তীরের বাসিন্দারা। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, স্বাভাবিকের চেয়ে পানগুছি নদী,কচানদী.পশুরনদী ,দড়াটানা ও ভৈরব নদীতে দুইদিন ধরে চার-পাঁচ ফুট পানি বেড়েছে।
পাশাপাশি টানা বৃষ্টির কারণে পানি জমে গেছে বিভিন্ন স্থানে। নদীর পানি গতরাত থেকে শহর ও নিন্মাঞ্চলের অন্তত ৫০টি গ্রামে ঢুকে পড়েছে।এদিকে, দুপুর থেকে বিকেলের জোয়ারের পানিতে বাগেরহাটের মোরেলগঞ্জ, শরণখোলা, কচুয়া, রামপাল ও চিতলমারী উপজেলার বেশকিছু এলাকা প্লাবিত হয়েছে উপজেলার নদী তীরের গ্রামগুলো। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে পানি ঢুকে তলিয়ে গেছে বসতঘর, ফসলের ক্ষেত ও মাছের ঘের। এতে বিপাকে পড়েছেন কৃষক, মৎস্যজীবীসহ সাধারণ মানুষ।