ভালোবাসার সন্তানকে বুকে জড়িয়েও বাঁচাতে পারেননি বাবা

প্রকাশিত : ২০ আগস্ট ২০২০

ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাসটি পানিতে ডুবে যাওয়ার সময় যাত্রীদের বাঁচার আকুতি ফুটে উঠেছে কিছু আলোকচিত্রে। এমনই একটি হৃদয়বিদারক ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। ছবিতে দেখা গেছে, মৃত্যু নিশ্চিত জেনেও আদরের মেয়েকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছেন বাবা।

রেখেছিলেন বুকে জড়িয়ে। মৃত্যুর পরও মেয়েকে সেভাবেই জড়িয়ে রেখেছিলেন তিনি। এর আগে, আত্মীয়ের মৃত্যু সংবাদ পেয়ে শেরপুরের নালিতাবাড়ীতে ছুটে যাচ্ছিলেন একই পরিবারের ১৪জন। মঙ্গলবার সকালে ফুলপুরে মাইক্রোবাস পুকুরে পড়ে আটজনই নিহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা দুর্ঘটনাকবলিতদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে।

এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ছয়জনকে জীবিত উদ্ধার করেছে। ফুলপুর থানার ওসি ইমারাত হোসেন গাজী জানান, উদ্ধারকাজ অব্যাহত আছে। জীবিতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

 

আপনার মতামত লিখুন :