পরকীয়ায় মত্ত স্বামী: সোনিয়া আক্তার 

প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০

পরকীয়ায় মত্ত স্বামী : সোনিয়া আক্তার

অন্য নারীর সাথে স্বামী
করছে পরকীয়া
লোকের কাছে শুনি তারে
করবে নাকি বিয়া ।

আমার হাতে রান্না খাবার
স্বাদ নেই আগের মত
স্বামীর মুখে এমন কথায়
হৃদয় যে হয় ক্ষত ।

পর নারীরা অনেক ভালো
আমি নাকি বাজে
স্বামী এখন নয়তো খুশি
আমার কোন কাজে ।

হাটা চলায় দোষ ধরে আর
কারন ছাড়া মারে
তবুও তারে ভালবাসি
বুজাই কেমন করে।

বুজালে না বুজ মানে সে
দ্বিগুণ রেগে যায়
বিন্দু মাত্র সে আমারে
দেখতে না আর চায়।
চোখের আড়াল হলে আমি
থাকে অনেক ভালো
সামনে এলে চিত্ত তার
হয় যে ভীষন কালো ।
পরকীয়ায় স্বামী আমার
হয়ে গেছে অন্ধ
আমার লাগি ভালবাসার
দুয়ার এখন বন্ধ ।

জোর করে আর তোমায় আমি
রাখবো নাতো ধরে
সত্যি বলছি তোমায় আমি
দিলাম আজাদ করে।।

 

আপনার মতামত লিখুন :