জাতীয় শোক দিবসে দেশ ও জাতির কল্যানে টোয়াকের দোয়া মোনাজাত

প্রকাশিত : ১৬ আগস্ট ২০২০

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগষ্ট) শেষ বিকেলে টোয়াক কার্য্যালয়ে এ দোয়া মোনাজাত করা হয়।

টোয়াকের প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষারের সভাপতিত্বে আয়োজিত দোয়া মোনাজাতে বঙ্গবন্ধু সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট ঘাতকদের বুলেটের আঘাতে নির্মমভাবে নিহত তার পরিবারের সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যানে দোয়া করা হয় । দোয়া মোনাজাত শেষে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন টোয়াকের সেক্রেটারী জেনারেল আনোয়ার হোসেন আনু,ডিরেক্টর অর্গানাইজার আবুল হোসেন রাজু,ডিরেক্টর ফাইনান্স মিরাজুল ইসলাম মিজু, ডিরেক্টর পিআর কেএম বাচ্চু সহ টোয়াকের সকল সদস্য বৃন্দ। দোয়া মোনাজাত পরিচালনা করেন টোয়াক সদস্য সোহেল মাহমুদ।

 

আপনার মতামত লিখুন :