কলাপাড়ায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার

প্রকাশিত : ১৫ আগস্ট ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজাসহ মো.কাইউম হাওলাদার (২৮) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী বাঁধঘাট এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে পাঁচশ গ্রাম গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত কাইউম শাহজাহান হাওলাদারের ছেলে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশ সুত্রে জানা গেছে, সে বিক্রির উদ্দিশ্য বাড়ি থেকে ওই পরিমান গাঁজা নিয়ে বের হয়। গোপন সংবাদের ভিক্তিতে কলাপাড়া থানার এস আই আবুল হোসেন, এ এস আই তাওহীদ হোসেন এবংএ এস অই জামান তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা গাঁজা জব্দ করা হয়।

কলাপা থানার ওসি (তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, কাইউম দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে তাকে গ্রেয়তার করা হয়েছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনে একটি মামলার প্রস্ততি চলছে। আটককৃতকে আদলতে সোপর্দ করা হবে বলে তিনি জানিয়েছেন।

 

আপনার মতামত লিখুন :