ঝিনাইদহে গণপরিবহনে ২য় দিনের মত পুলিশের অভিযান

প্রকাশিত : ১৪ আগস্ট ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহে ২য় দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়। জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

 

আপনার মতামত লিখুন :