রাজধানীর মধ্য বাড্ডায় ভুয়া এমএলএম কোম্পানির অফিসে অভিযান, আটক ৮

প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০

মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি হিসেবে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে ‘গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামে একটি কোম্পানির বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি অন্তত ১০ হাজার মানুষের কাছ থেকে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৩)। অভিযোগের ভিত্তিতে মধ্য বাড্ডার এই কোম্পানিতে র‌্যাব অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদেরকে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। তিনি বলেন, রাজধানীর মধ্য বাড্ডায় মোল্লা ট্রপিক্যাল টাওয়ারে ‘গ্লোবাল গেইন ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামক একটি এমএলএম কোম্পানির সন্ধান পেয়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। এরই মধ্যে প্রতিষ্ঠানটির আট জনকে গ্রেফতার করা হয়েছে। বিপুল পরিমাণ চেকবই, মানি রিসিটও উদ্ধার করা হয়েছে। পলাশ বসু আরও বলেন, ডেসটিনির বিরুদ্ধে যেমন লাখ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল, এই কোম্পানির বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।

অন্তত ১ লাখ গ্রাহকের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে কয়েকশ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এরা। সারাদেশের গ্রাহক সংগ্রহের জন্য তাদের ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে চারটি অফিসও রয়েছে বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযান শেষে ঘটনাস্থলে ব্রিফিং করে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন র‌্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

আপনার মতামত লিখুন :