দশমিনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
প্রকাশিত : ১১ আগস্ট ২০২০
সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে তেঁতুলিয়া নদীর পারে ডোবার পানিতে ডুবে নাফিজ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় এ ঘটনা ঘটে। নাফিজ ওই গ্রামের মো. আলাউদ্দিন আকনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাফিজ বাড়ির উত্তর পূর্ব পাশে এশাধিক শিশুর সাথে খেলতে গিয়ে সকলের অজান্তে ডোবার পানিতে পরে যায়। এক পর্যায়ে শিশুটিকে খেলার সাথীরা দেখতে না পেয়ে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে ডোবার পানি থেকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।