বেনাপোলের মদ ব্যবসায়ী মিন্টু র্যাবের হাতে আটক
প্রকাশিত : ৬ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা কামার বাড়ী মোড় থেকে ৭২ লিটার দেশী চোলাই মদ সহ বেনাপোলের মৃত আলী আহম্মদ এর ছেলে মোঃ আব্দুল কাদের মিন্টু(৪৮)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর র্যাব-৬ এর সমস্যরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব- ৬,সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযানিক দল শার্শা থানাধীন কামার বাড়ী মোড় যশোর টু বেনাপোল হাইওয়ে সড়কের দক্ষিন পাশ্বে অভিযান চালিয়ে ৭২(বাহাত্তর)লিটার দেশী চোলাই মদ সহ মিন্টু নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
যশোর র্যাব-৬ কোম্পানী কমান্ডার লেঃ এম সরোয়ার হুসাইন এক্স বিএন আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন কামার বাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশী চোলাই মদ সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামী ও জব্দকৃত আলামত সহ যশোর জেলার শার্শা থানায় হস্তান্তর এবং ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ২৪ (গ) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।