গলাচিপায় থানার ওসিকে ১০টি টর্চ লাইট দিলেন পৌর মেয়র

প্রকাশিত : ৬ আগস্ট ২০২০

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপা পৌর মেয়র গলাচিপা থানার ওসিকে ১০টি টর্চ লাইট দিলেন। বুধবার বেলা ১১টায় পৌর এলাকায় রাতে পাহারাদারের কাজে নিয়োজিত কর্মী এবং পুলিশ সদস্যদের সুবিধার্থে পৌর মেয়র আহসানুল হক তুহিন গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের হাতে এ লাইট তুলে দেন।

এ সময় আহসানুল হক তুহিন বলেন, পৌর এলাকার জনগণের স্বার্থে পাহারাদারের কাজে নিয়োজিত কর্মী ও পুলিশ সদস্যদের স্বার্থে এ লাইট দেওয়া হল। তিনি আরও বলেন, রাতে পৌরসভার ব্যবসায়ীদের জানমাল নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি পাহারাদারেরা যেন লাইট মেরে সহজেই লোক শনাক্ত করতে পারে।

 

আপনার মতামত লিখুন :