যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন
প্রকাশিত : ৬ আগস্ট ২০২০
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: যথাযোগ্য মর্যাদায় ঝিনাইদহে শেখ কামালের ৭১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজন করে। এসময় সারা দেশের ন্যায় একযোগে ১ লাখ বৃক্ষরোপনের মধ্য দিয়ে ঝিনাইদহ যুব উন্নয়ন প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ জাহিদুল আমিন। এছাড়াও জেলার ছয় ৬ উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।