বেনাপোল সীমান্ত এলাকা থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার
প্রকাশিত : ৩ আগস্ট ২০২০
মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের একটি মাঠের মধ্যে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি ।
সোমবার (০৩ আগস্ট ) যশোর ৪৯ বিজিবি’র রঘুনাথপুর ক্যাম্পের সদস্যরা উক্ত গাঁজার চালানটি আটক করে।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আশেক আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজার একটি চালান এনে সাদিপুর গ্রামের মাঠের মধ্যে অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আগেই পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজা যশোর ব্যাটালিয়নে জমা দেওয়া হবে বলে জানান হাবিলদার আশেক আলী ।