বেনাপোল গাজীপুর ওয়ার্ড আঃলীগের উদ্যোগে ২০০ কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার
প্রকাশিত : ৩০ জুলাই ২০২০
স্টাফ রিপোর্টার: মহামারী করোনায় অসহায় কর্মহীন ২০০ পরিবারের মাঝে ঈদ উপহার ও মাস্ক দিয়ে তাদের পাশে দাঁড়ায় মেসার্স রাতুল ইন্টারন্যাশনাল ও মেসার্স সম্রাট এন্টার প্রাইজ। বেনাপোল পৌরসভার ৭ নং গাজীপুর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গাজীপুর গ্রামে অসহায় কর্মহীন ২০০ পরিবারের মাঝে সেমাই,চিনি,সাবান,লুডুস,তেল,মাস্ক সহ বিভিন্ন নিত্যপন্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর গ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ঈদ উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান,৭নং গাজীপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজনুর রহমান,আলহাজ্ব আব্দুল লতিফ বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও প্রমুখ।
মেসার্স রাতুল ইন্টারন্যাসনাল এর পরিচালক আলহাজ্ব আব্দুল লতিফ জানান, আমরা সবাই যদি সবার জায়গা থেকে অসহায় কর্মহীন মানুষের পাশে থেকে তাদের মুখে একটু হাসি ফুটাতে পারি তার জন্য আজ ২০০ অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছি এবং করোনা মহামারী থেকে নিজেদেরকে সুস্থ রাখতে যা যা নির্দেশ দিয়েছে সরকার সেই বিষয়ে সবাইকে সচেতন করছি।