ঢাকার আশপাশে বন্যায় তলিয়ে গেছে বসতবাড়ি
প্রকাশিত : ২৮ জুলাই ২০২০
ঢাকার আশপাশের এলাকায়ও বন্যার প্রকোপ বেড়েই চলেছে। দেড় দশকেরও বেশি সময়ে রাজধানীর নিম্নাঞ্চলে এতো পানি উঠতে দেখা যায়নি। পথঘাট উপচে তলিয়ে গেছে বসতবাড়ি। এমন দুর্ভোগে জনপ্রতিনিধিদের দেখা না মেলার অভিযোগ উঠেছে। গৃহপালিত পশুর সাথে এক ঘরেই থাকতে হচ্ছে ডেমরার ঠুনঠুনিয়ার এ বাসিন্দাদের। করোনার কারণে আর্থিক সংকটে থাকা পরিবারটির জন্য বানের জল বয়ে এনেছে নতুন বিপত্তি।
এমন এক পরিবারের গৃহিণী বলেন, গৃহপালিত পশু ও আমাদের একসঙ্গে থাকতে হচ্ছে। ঘরে ঠিকমতো খাবার নেই। বাচ্চাদের নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। ডেমরার করিম জুট মিলের সাবেক এ কর্মীর ২৪ ঘণ্টার চিন্তা শেষ সঞ্চয় দিয়ে করা মাছের খামারটির শেষ রক্ষা হবে কি না। তাদের একজন বলেন, ১ লাখ টাকার ওপর খরচ করে মাছ ছেড়েছি। এখন তো সব শেষ।
নলছাটা ও ইটা খোলার রাস্তা উপচে বালু নদীর পানি ঢুকছে ডেমরা ও খিলগাঁওয়ে। স্থানীয়রা মনে করেন, রাস্তাটি উঁচু করা হলে এভাবে ভোগান্তি পোহাতে হতো না। বানভাসিরা বলছেন, ত্রাণতো দূরে থাক, স্থানীয় জনপ্রতিনিধিদের চোখের দেখাও মেলেনি।