বেনাপোলের যুবক বিএসএফের গুলিতে আহত

প্রকাশিত : ২৮ জুলাই ২০২০

মোঃ রাসেল ইসলাম,স্টাফ রিপোর্টার: ভারতে কাজারে সন্ধানে গিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফের গুলিতে আল আমিন (২৫) নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

সোমবার (২৮ জুলাই) রাত ১১ টার সময় বাংলাদেশের পাঁচভুলোট সীমান্তের বিপরীতে ভারতের বন্যাবাড়িয়া ক্যাম্পের পাশ্বে ঘটনা ঘটে। বিএসএফের ছোড়া গুলি আল আমিনের ডান হাতে লাগে। ওই সময় তাকে উদ্ধার করে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে আল আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত আল আমিনের পিতা আহাদ আলী বলেন, তার ছেলে কাজের সন্ধানে ১০ দিন আগে ভারতে গিয়েছিল। গতকাল রাতে সে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের বন্যাবাড়িয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে আমার ছেলের ডানহাতে গুলি লাগে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমার ছেলের চিকিৎসা করাচ্ছি।

শার্শা সীমান্তের পাঁচভুলোট ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার কামাল হোসেন জানান, আমরা খোজঁ খবর নিয়ে জানতে পেরেছি অভাবে সংসারে সে সীমান্ত পাড়ি দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিল। কিছুদিন ভারতে থাকার পরে কোন কাজ না পেয়ে গতকাল সে বাংলাদেশে প্রবেশের সময় সে বিএসএফের গুলিতে আহত হয়।

আপনার মতামত লিখুন :