হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি শ্রমিকদের সংঘর্ষে আহত ২০
প্রকাশিত : ২৮ জুলাই ২০২০
ফরিদ আহমদদ শিকদার, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কাজীগঞ্জ বাজার ও ঘোলডুবা সিএনজি শ্রমিকের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে আহত হয়েছে ২০জন। সংঘর্ষে গাড়ী বাড়ি সহ লক্ষ্যাধীক টাকার ক্ষয়ক্ষতি।
রবিবার (২৬ জুলাই) দুপুর প্রায় ২টার সময় নবীগঞ্জ টু কাজীগঞ্জ বাজারে মধ্যবর্তী মাধবপুর নামক স্থানের মেইন রাস্তা ব্লক করে প্রায় ২ঘন্টা যাবৎ দেশীয় অস্ত্র নিয়ে সিএনজি শ্রমিকরা একে অন্য গ্রুপের মধ্যে দাওয়া পাল্টা হয়।এসময় এলাকার অবস্থানরত মানুষদের মধ্যে আতংক সৃস্টি হয়। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমীরণ ও এসআই রতন নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এসময় দুগ্রুপের সংঘর্ষে পথচারী, শ্রমিক সহ ২০ জন আহত হয়।
এসময় মাধবপুর সংলগ্ন ঘোলডুবা রাস্তার মুখে জুবায়ে আহমেদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করলে প্রায় লক্ষ্যাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। দুগ্রুপের মধ্যে থমথমে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্যের আশংকা রয়েছে । এব্যাপার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় জনসাধারণ।